নরসিংদীতে ছুরিকাঘাতে নারীর মৃত্যু


 নরসিংদীর শিবপুরে প্রতিবেশী এক ব্যক্তির ছুরিকাঘাতে আহত হওয়ার পরের দিন শান্তি বেগম (৫০) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের বংশিরদিয়া গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার ভোরে তাঁকে ছুরিকাঘাত করা হয় বলে দাবি নিহত নারীর পরিবারের।

নিহত শান্তি বেগম বংশিরদিয়া গ্রামের মৃত ইব্রাহীম মিয়ার স্ত্রী। অন্যদিকে, শান্তি বেগমকে ছুরিকাঘাত করা অভিযুক্ত প্রতিবেশীর নাম আমানুল্লাহ। তিনি একই এলাকার মোন্তাজ উদ্দিনের ছেলে।

নিহত নারী স্বজন ও স্থানীয় লোকজন বলেন, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ফজরের নামাজ আদায়ের সময় প্রতিবেশী আমানুল্লাহ ঘরে ঢুকে শান্তিকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। শান্তি বেগমের চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখান থেকে বাড়িতে আনার পর গতকাল সন্ধ্যার দিকে তিনি মারা যান। শিবপুর থানার পুলিশ খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শান্তি বেগমের ছোট ভাই খন্দকার শরীফ হোসেন বলেন, ‘আমার আপা মৃত্যুর আগে নিজেই বলে গেছেন, তাঁকে ছুরিকাঘাত করেছেন প্রতিবেশী আমানুল্লাহ। আমরা তাঁর বক্তব্য ভিডিও করে রেখেছি। তবে আমানুল্লাহ কেন এমনটা করল, তা আপাও বুঝতে পারেননি, আমরাও বুঝতে পারছি না। আপার সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না।’

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া বলেন, প্রতিবেশী এক ব্যক্তি ওই নারীকে ছুরিকাঘাত করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ জেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দিলে সেটি মামলা হিসেবে নেওয়া হবে।





Post a Comment

Previous Post Next Post