মেসির জন্য ৭ ফুটবলারকে ছেড়ে দিচ্ছে পিএসজি


 ফরাসি লিগের জায়ান্ট ক্লাব পিএসজির কাতারি মালিক নাসের আল খেলাইফির টাকার অভাব নেই। যে কারণে প্রচুর টাকা ঢেলে তিনি লিওনেল মেসি, নেইমার, রামোসদের মতো তারকাদের দলে নিয়েছেন। এমবাপ্পেকে বিশাল বেতন দিয়ে ধরে রেখেছেন। তবে বার্সেলোনা থেকে লিওনেল মেসিকে কিনতে গিয়ে প্রবল আর্থিক চাপে পিএসজি। শোনা যাচ্ছে, আগামী জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে সাত ফুটবলারকে নাকি তারা ছেড়ে দিতে পারে!

ফরাসি মিডিয়ার এই গুঞ্জন নিয়ে এখনো কিছু বলেনি পিএসজি। কোন ফুটবলারদের ছাড়া হতে পারে সে ব্যাপারেও জানা যায়নি। চলতি মৌসুমে চার ফুটবলারকে চুক্তিবদ্ধ করিয়েছে ফরাসি ক্লাবটি। মেসি ছাড়াও সেই তালিকায় আছেন স্পেনের সার্জিও রামোস, ইতালির গোলকিপার জিয়ানলুইজি ডোনারুমা ও নেদারল্যান্ডসের মিডফিল্ডার জর্জিনো ওয়েনলদাম। বর্তমান দলের পেছনে মোট ৩০ কোটি ইউরো খরচ করতে হয়েছে পিএসজিকে। শুধু মেসিকে কিনতে গিয়েই খরচ হয়েছে চার কোটি ১০ লাখ ইউরো।

প্রতিবছর এই বিপুল পরিমাণ টাকা খরচ করতে গিয়ে আর্থিক সমস্যায় পড়ে গেছে ক্লাবটি। কারণ কোনো ক্লাব এক মৌসুমে কত টাকা খরচ করে সেই হিসাব থাকে ফিফার কাছে। আয়-ব্যয়ের হিসাবে কোনো গণ্ডগোল থাকলে ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাই ঝুঁকি নিতে চাইছে না পিএসজি। খেলাইফির এত টাকা বিনিয়োগের মূল উদ্দেশ্যই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়। এবার কি মেসি-নেইমার-এমবাপ্পেরা সেই সাফল্য এনে দিতে পারবেন?

Post a Comment

Previous Post Next Post